বেশ মাতম ! ভরাডুবির বেশে ,
সত্যকারে বোধ আসে শেষে ;
আসল তো জ্ঞান !--- সব খুইয়ে
কি লাভ এমতঃ আফসোসে ?
যখন সবকিছু গেল ভেসে
প্রাণ-মন হয় আঁধার, দ্বিগুণ হতাশে
কান্নার ও সময় থাকে না প্রকাশ ।

সাগর ঊর্মির ধার - যেমন জোয়ার
সেমত নয় সময়-সুযোগ
জীবনে আসে না তারা বার-বার !

পরিস্থিতি পরিবেশ হোক না কঠোর  
সংগ্রামে না মেনে পরাজয় ,
শক্ত করে হাতের মুঠো
জীবনকে করতে হবে জয় ।

(০৭-১১-২০২৩)
ক্ষয়> খোয়া >  হারানো, নষ্ট ,অপহৃত ।