বিশ্বে জুড়ে বিজ্ঞজন ও মেধার ছড়াছড়ি ,
তার মধ্যে কথা ওঠে
হাজার লক্ষের সময়ে জ্বলে না হাঁড়ি
দেশে আজ মানুষ কত কষ্টে
বিজ্ঞ যেন পঙ্গু! নড়াচড়া মোটেই নাই
ধূর্ত বলে, গরীব শোষণ  
একমাত্র মন্ত্র উত্তম উন্নয়ন
বেঁচে থাক খাদ-পানি পেয়ে, নিয়ম এটাই ।

গরীবের মন সহজে ইচ্ছে মত ঘুরাতে
নিতে হয় না ঝঞ্ঝাট- পঙ্গা
ধর্ম মতে আছে জনত্রাতা গঙ্গা
তার দর্শনে,-শীঘ্র সুখ ভরবে মর্ত্যে ।

আশ্রয় দাতা সামনে নেতা
সদা উন্মুখ ভাষণ দাতা
গরীব গদগদ পেয়ে শিক্ষা
গুরুরা এগিয়ে দানেন দীক্ষা ,
বাঁচার কড়ি ,এর বেশী না চাহিদা ।

(২৫-০২-২০২৫)
খাদ-পানি > সার জল ।
পঙ্গা > ধকল, বাধা , শত্রুতা ।