অনেক দিন ,গোপনে, ষড়যন্ত্রকারী
দেশ-জাতি নিয়ে খুঁজছিল উপায় -
অলক্ষ্যে, সুবর্ণ সুযোগ হাতে পায় ,
“কোটার” উপলক্ষ্যে হয় কার্যকারী ।
পেয়েছে সুবর্ণ সুযোগ ,
তিরিশ লক্ষ প্রাণ বিনিময়েও পায় না শোক !
আসলে বুঝছে না প্রবুদ্ধ জন
কারা সক্রিয় ! কারা বাঁধায় রণ ?

‘পাকিস্তান’ ! যার জাতি গত স্থান
ঘর ভরা চরিত্র আসল ,
বেইমানীর ফসল -
যার ধ্যেয় , ডাকা রসাতল ,
আজ সে পথে বাংলার ধরাতল !
(০৮-১২-২০২৪)

দেলোয়ার হোসেন বরিশাল০৮/১২/২০২৪, ০০:৪০ মি: /-মন্তব্য আমার কাব্য “সহমত”
নেশার আড়ালে চাপা পড়ে মানবতার গান,
ভুল ধর্মের দোহাইয়ে হয় বিবেকের অবমান।
অতীতের পাপ আজও বয়ে চলে সময়ের স্রোতে,
নেশার ছলে চাপা পড়ে সব ন্যায়-অন্যায় বোধে।
ভুল ধর্মের নামে চলে অমানবিক কৌশল।
যুগ পাল্টায়, তবু পাপের ছায়া রয় অটুট, নির্মল!
কিয়ামতের আশায় মানুষ খোঁজে মুক্তির সূত্র।
মুক্তির আশায় নয়, মুক্ত হওয়াটাই যেন ধূর্ত!

এহেন মাহান মানবতাবাদী প্রিয়কবির সম্মানে তাঁকে আমি আজকের কাব্য, “ইচ্ছে পূরণ”, উরহারে লিখলাম ।