এমন স্বপ্নটা কেন রাতে আসা !
সবই কি নিছক ; ভরা তামাশা ?
ঘুমঘোরে চলে যাই- বর্বর যুগে -
দেশে লুটের সং ,ভরা যেন মগে !
শান্তির দেশ , তারা বিনা কষ্টে -
আশ্রয় দাতাকে নেয় লুটে-পুটে ।
তোদের জীবনে ঘনায় কাল
ওরা বলে, - বিধর্মী , দুর্বল -
আমার ঈশ্বরে দেখ ভক্তি -
তার নামে এ কর্মে পাই শক্তি ,
উজাড় করে শহর-বন্দর অতি -
ধর্ম মান্য, এ সবে মানি না ক্ষতি ।
ওহে শান্তির কাপুরুষ ভারতী
নিভবে তোদের জীবন বাতি -।
দুর্বলতা, মানবতা মানবতা করা -
তারা যাবে অসময়ে মাঠেমারা ।
অসহ্য বাক্যবাণ হ’ল শোনা -
আর পারি না ! সহ্যতে যন্ত্রণা –
অকারণ কষ্টের চোটে -
মাথাটা যায় বুঝি ফেটে -
সন্ধ্যায় ঔষধটা পড়ে নি পেটে ,
হ’ল জ্বরের মাত্রাটা, অধিক বটে !
(২৪-১২-২০২৪)
মগ > এক লুটেরা জাতি ।