সে যেন অসম্ভব ভক্ত !
প্রত্যুষে ধর্মে অনুরক্ত
তারস্বরে ডাকা ভগবান ,
ডেকে ডেকে হয় হয়রান ।

যেমনি একটু বেলা
শুরু হয় আপন খেলা ,
এর- ওর, হাড়ির সন্ধান
যেন বাড়ে তার মান ।

দুপুরে পেটে খিদে
চড়ে বসে অন্যের ভিটে ,
আহাঃ ! অসাম্প্রদায়িক -
সবার ঘরে মাঙ্গে ভিক ।

বিকেলে হলেই বলে ,
ঐ ঈশ্বর না হলেও চলে !
সবাইকে দেয় জ্বালা -
ওরে ,মন থেকে ঝেঁড়ে ফেলা !
দেখ, ওরা হয়ে নাস্তিক
কত উন্নতি করে চারিদিক ।

যেমনি হয় রাত
পর দুয়ারে করে করাঘাত ;
বলে, ভয় নাই ! আমরা ভাই ভাই ,
এসো, একথালায় খাই ।

আহা ! প্রগতিশীল -
প্লিস্ ! দ্বারে দিও না খিল্ ।

(৩১-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
আসরে জনৈক সম্মানী কবির লেখা থেকে আমার এ কাব্য স্রোত ।
দুঃখীত , নামটি দিতে পারলাম না ।