কাকের মুখে কোকিল কণ্ঠ !
সহস্র চুঁহা খেয়ে -
বিড়াল চলে হজে
আরো আরো ভক্ত সে খোঁজে ,
সবারে এবার নেবে বৈকুণ্ঠ ।

সিংগুর মারা ,নন্দীগ্রাম হানা
সহস্র লাঠিয়াল হাতে ধরা
মাস্টার ! জিটি রোড ঘেরা
কত বার রাজভবনে ধর্ণা ;
বিজ্ঞদের করে চটি চাটা
বীরত্বের তকমা গায়ে আঁটা ,
শোভে সুনামে নানা বর্ণা ।

নামে, মাথায় করা জমনা
মায়া কান্না ধরে নানা
এখন বলে, “নাও- স্তিফা”
শেষ অস্ত্র , কুমির কান্না -
দাবির ,হোক রফা দফা ।

(১২-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
(চটি চাটা , > সাহিত্য পুরস্কারে তার প্রমাণ)
আসরে আমার লেখা আছে, "ভাবনা" চরিত্র সৃষ্টি করে ।
“ভাবনা”- (১-২) ১৪-০৩ -২০২১--To -০১-০৪-২০২১ "ভাবনা"- (৩০ ঘ) সময় পেলে কেহ পড়তে পারেন, খুশী হব । রাজনৈতিক উপলব্ধি ভরা ।