মিথ্যা দ্বারা মিথ্যা ঢাকা যায় না
গতি-প্রকৃতি বিষধর সর্প চল
মিথ্যা, এক বহ্নি- দাবানল ,
যেন মহাধ্বংসের কারখানা ।
জানা-অজানায় , যা’ পায় -
পুড়িয়ে অঙ্গার করে খায় !
তা’ নিয়ে ভোগান্তি কেন ?
পরজন্ম ও ভোগে অশেষ -
তার চাক্ষুস প্রমাণ আজ ,
দংশন নিষ্ফলা যায় না যেন !
সংসারের এ অবস্থা বিশেষ ।
এক পলিস্তার পড়া বোধ
কেটে উঠতে পারে না
মিথ্যার না কোন সৎভাবনা
নির্ভর উপর ওয়ালার আস্থা
যদিও না মেলা-- সুব্যবস্থা ।
বর্তমানকে করলে হেয় -
উদ্ধারে আসে না কেহ ;
এক মোহ চাপে সাধারণ
কষ্টেও যেন সুখ অনুরণন ।
(২০-০২-২০২৫)