জল্লাদের পদতলে পড়ে
শান্ত, সুবোধ রূপ ধরে ,
অনুগত নতঃ শিরে
থাকলেও জীবন ভরে ;
নিজ মুক্তির হয় না জয়
যখন ক্ষয়, সর্ব শক্তি
যদিও আস্থা নিয়ে যুক্তি
গোলামীটাই বৃদ্ধি হয় ,
দাস সর্বদা দাসই রয় ।
শোষকরাজা রক্ত চুষে
আর্তের ভিটেমাটি চষে ,
সে দ্যাখে চোখে অন্ধকার
শোষক ,পাল্টায় না সংস্কার ।
মুক্তি নিয়ে কত আচরণ
আস্থা মন্থন মন হি মন
ভেবে ভেবে মুক্তির আশা
জনমের পর জনম যায় ।
আসল ভাগ্য, কে ফেরায় ?
মুষ্টিবদ্ধ হাত যদি সংঘবদ্ধ হয় ।
(২৩-০২-২০২৫)