ছিল দেবোক্তি, মহাভারতের পর
আগে মহাযুদ্ধ হবে না সচরাচর ,
হয় না সত্য সে বাণী
পুনঃ বাঁধে জাত-পাতে তনাতনি ।
ভোল পাল্টায় , শোনা কলির মাথায় -
এ সব হবে ভবে, ভরে যাচ্ছেতাই ,
প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধও হল তাই ।
অনেক হয়েছে সুসভ্য মানুষ
তবু ফিরল না মানবতায় হুশ ,
অবুঝের কাছে থাকলে এটমবোম
যুদ্ধে মারত আজই-তা’ মোক্ষম ।
যেমন উত্তেজনায় ভরছে দম
ভয়ে ভয়ে কাঁপছে আজ মৃত্যুযম !
মনে না রাখাই ভাল, কোনরূপ ভ্রম
বেশী চর্বি মানুষ চায় করতে কম ,
অকাজে যুদ্ধে মাতে যখন তখন
আহ্বান করে নিজ মৃত্যুর সমন !
(০৫-১১-২০২৩)