কাব্য > “হুক্কা হুয়া হুক্কা হুয়া” (শ্রী রণজিৎ মাইতি -২৮-১২-২০২০ )
আমরা তো হাততালি প্রিয় ;
একটি আইকন সামনে রেখে সমানে 'হুক্কা হুয়া' প্রকৃত স্বভাব !
হয় তো এভাবেই এসেছে ফুল প্রীতি, শাঁখের প্রতি ভালোবাসা !
ম্যারাপ বিছানো পথে স্বপ্নের দীর্ঘ লং মার্চ
যদিও আইকনিক মুখ 'মা' নয় 'মাটি' নয় ,এমনকি 'মানুষ'ও নয়
বরং নিজেকে বিগ্রহ ভেবে রচে যায় আজীবন 'এ+বি এর হোল স্কয়ার সূত্র'
হয় তো এরই নাম 'রাজনীতি' বলবে আগামী;
বলে যাবে কোন এক আধুনিক হেরাল্ড ল্যাক্সি !
হয় তো এরই নাম 'রাজনীতি' বলবে আগামী;
বলে যাবে কোন এক আধুনিক হেরাল্ড ল্যাক্সি !
প্রিয়কবি ,এক সুন্দর রাজনৈতিক রূপ-দৃশ্য এঁকেছেন, তাঁর চিন্তা জগতে । আমরা সাধারণ মানুষ ‘রাজনীতি’-তার কথা, প্রচার, ভাব ভঙ্গিমায় একটা আইকন- আদর্শ মনে মনে ঠিক করে নেই ,তবে এ ভাবটার গভীরতা মাপি না , কারণ বিশ্বাসের প্রশ্ন, ব্যঙ্গে কবি বলেছেন তাঁর ভাবনা >
“আমরা তো হাততালি প্রিয় ;
একটি আইকন সামনে রেখে সমানে 'হুক্কা হুয়া' প্রকৃত স্বভাব !”
চীনের লং মার্চের মত আমরা ও মসৃণ স্বপ্ন দেখি যা স্বপ্নই থেকে যায়, আমাদের বিপ্লবী পথ, কন্টক- কষ্টের নয় !
“ম্যারাপ বিছানো পথে স্বপ্নের দীর্ঘ লং মার্চ”
আমাদের জাগ্রত কল্পনা যতোই ধারালো হোক না কেন ? কোন স্লোগানের মর্মমূলে প্রবেশ করতে পারি না ! ভাবধারায় শুধু বিমোহিত হই । ভাষায়, আদরে ,উপমায় ,যতই আপনত্ব কথা শোনা যাক না কেন ? আসলে তা সত্য বাস্তব নয় ! সুন্দর করে কাব্যে তুলে ধরেছেন >
“যদিও আইকনিক মুখ 'মা' নয় 'মাটি' নয় ,এমনকি 'মানুষ'ও নয়”
সামান্য থেকে বৃহৎ কল্পনা এই বুঝি আমারই ভাবনা বিশ্বাসে রাতো রাত লাভোবান হলেম ,এমনি বিচার ধারায় আইকনের মধ্যে >
“বরং নিজেকে বিগ্রহ ভেবে রচে যায় আজীবন 'এ+বি এর হোল স্কয়ার সূত্র'”
এ হেন জটিল প্রশ্নের , জীবনের মূল্যবান অংশের (রাজনীতির) সমাধান কথা নিয়ে
কবি বড়ো আশাবাদী, প্রশ্নের সমাধান তো চাই , তাই তাঁর বিশ্বাস >
“হয় তো এরই নাম 'রাজনীতি' বলবে আগামী;
বলে যাবে কোন এক আধুনিক হেরাল্ড ল্যাক্সি !”
সব মিলিয়ে কাব্য সমাজ চেতনার পক্ষধর , উঁচ্চ মানের, আমার ভাল লেগেছে ।
আগামীতে এমতঃ সমাজ আর তার জ্বলন্ত সমস্যা তার তানাবানা, কারণ, সমাধান, নিয়ে আরো কাব্য প্রকাশ পাক , প্রিয়কবিকে সাধুবাদ , অশেষ শুভেচ্ছা জানাই ।
(কয়েকটি ইংরেজী শব্দের মানে ম্যারাপ, হেরাল্ড ল্যাক্সি , আইকন্ তার নীচে মানে দিলে
আরো ভাল হত ) ।
*-Long March
the 6,000-mile (9,654-km) retreat of the Chinese Communist Party and Red Army from southeastern China (Jiangxi province) to the northwest (Yanan in Shaanxi province) in 1934–35, during which Mao Zedong became leader of the Communist party.