শিক্ষিত !তাই তার নিজতায় গর্ব ,
পেলে হয় অন্য জাতি ,করে শ্রাদ্ধ ;
নাগরিকতায় বসবাস দেশে ,
বলে শিক্ষিত , সে ভালোবেসে -
যদি সংখ্যালঘুরা রাজনীতি করে ,
এ এক বড় ফাটল দেশের তরে !
শ্রীমুখে আরো দেয় বাক্য জুড়ে -
আগে হতে হবে ভীষণ শক্ত ,
এ ঘটনা অতি তিক্ত -বিরক্ত ।
আজ কেন তারা এতো সাহসী ?
রাজনীতির কথা বলে বেশী-বেশী !
মুছতে চায় না অন্য জাতির ক্ষত
চায় না দিতে সুযোগ সে শিক্ষিত ,
চায় তারা থাক আতঙ্কে ভিত !
দেয় না তার অধিকারে সাড়া -
গরিষ্ঠ তার দোয়ায় বাঁচুক তারা ।
আস্থার উপর দেশ নির্মিত সংবিধান ,
যারা অবুঝ তারা এসবে দেয় ধ্যান !
মিলে মিশে থাকতে চায় অশিক্ষিত ,
তবু কাজে যেন বাঁধক হয় কত !
(১৯-১০-২০২৪)