দিও না ধ্যান ,মেনে তার জ্ঞান ,
থাক না কিছু মাথামোটা -
মেধায় রূপ দিতে কালের সাথে -
হোক না নিজ জ্বালায় পাটা ।

সবার সে সাধ মানে না ধৈর্য্য বাঁধ
বোধে, সবে না এক সামান ,
বলিলে ভালো মুখ করিবে কালো
আছে তার যে ভারী মান !

চড়ে অভয় তরী, ফুঁটো করে তারি
কাজে, আহ্লাদে আটখানা -
দু’টি হাত পেতে দান দক্ষিণা নিতে
না তার কৃপণতা না মানা ।

দেখায় স্বগর্বে কত সুখে এ ভবে
তৈরী করেছে মাথাটা ,
ভরা স্বার্থ সারা ,তার কর্ম ধারা
পিছে পড়ে কেউকেটা ।

ছেড়ে দিলেই ফোঁস্-বাড়ে জোস্
দ্যাখে না অপযশ ধর্মে ,-
কত শান্তশিষ্ট ঘৃণ্য কর্মেও তুষ্ট ,
না পশ্চাত্তাপ শরমে ।

(২৪-১২-২০২৪)