ভাল কাজে লাগে না মন
পর অনিষ্টে বেশ যতন ,
কত কাল যুগ যায়
কোথায় যে ইন্ধন পায় !
জ্বলে দাউ-দাউ হিংসা আগুন
চায় না দেখতে কুসুমীত ফাগুন ।

ধর্ম-কর্মে যথেক হাবভাব
এ এক আদিম স্বভাব ,
ভাবে, এটাই সোপান উন্নত
আসুক না ঝঞ্ঝা-ঝড় যতো ।

কি ধরা দিল জীবনের সার ?
শুধু তুষ্ট, নিয়ে স্বার্থী সমাচার ,
এও এক জীবন
কুপমণ্ডুক মন ,
দেখায় উদাহরণ কুকুরের ল্যাজ
তার সুন্দর অপরিবর্তন সাজ !

(০৩-০৬-২০২৩)