পাঠশালা থেকে মহাবিদ্যালয়
সবে জ্ঞান গ্রহণ করে শিক্ষায় ;
সে সুযোগে যদি কেহ বাদ যায়
আরো আছে পথ, তা’ নেয় ।
ধর্মোপদেশ শিক্ষা ও গুরুজনের- বচন
আদর্শ পরিবেশেও জ্ঞান করে আহরণ ;
পরে জীবন যখন কর্মরণভূমিতে চলে
আমরা নিটোল স্বার্থ বুদ্ধি বলে ;
সব ভুলে ! বড় সেয়ানা সজাগ মন ।
অপকর্মে মাতি যেন হারিয়ে হুঁশ
জীবন-শিক্ষা ব্যর্থ হয়, তুষ-ফানুস ,
এ নির্মম ধারায় আমরা যে মানুষ !
পবিত্র গঙ্গাসলিলে করি অবগাহন
হয় না সরল জীরন,বাঁকা যেন মন ।
(১৩-০৫-২০২৩)