পাক ধরেছে কৃষ্ণকেশে
সিং ভেঙে বাছুর বেশে
ভালোবাসায় বেজায় আতুর ;
ফষ্টি-নষ্টিতে আছে বদনাম
তিনি যে বড়ো সেয়ানা চতুর ,
পরকালের পাথেয় জোগাড়ে ,
পুণ্যিতে ঘোরেন চারিধাম ।
সপ্তকুণ্ডের পবিত্র পানি,
আজ অব্দি যে পান করেন নি ,
এমন কথা এখানে নয় !
অনেক কর্ম, আস্থার গুণে
উন্নতিও করেন জীবনে
সুনামের হাটে নিজেরে করেন জয় ।
ভ্রাতার ভাগের হকের সম্পত্তি
কোর্ট-কাছারী করে
রাতারাতি নেন কেড়ে ,
পঞ্চায়েৎ বিচার , অমান্য সরাসর
পেশী বলে শাসায় সববার ,
তবু সমাজ মানে গুণী জন
এই তো চলন ধরণ ।
(১৩-০৫-২০২৩)