ভালোবাসা সুখ-দুঃখ রঙে নিলি
কবির কাব্য অদ্ভূত লেখন শৈলী ,
লতা-পাতা-ফুল- মরু -বন
ঝর্না- নদী-জল -সাগর
ভূকম্প-তুফান- জলপ্লাবন
মেঘ- বর্ষা-বাদল, ঝড় ,
এ সব নিয়ে কবিতার সংসার ।
আধুনিক যুগে কবি খুঁজে পায়
মানবতার এক মুখ্য দিক ,
যার ভিত্তি-মূলে গড়ে সমাজ
জ্ঞানীকবি বোঝেন সত্য-ঠিক ।
কবি জানেন দেশের কৃষ্টি-সংস্কার -
তাই কাব্যে আজ স্থান সে ভাবনার
সুখ-শান্তি সভ্যতা সব-জলাঞ্জলি
রক্ত নিয়ে যদি কেহ খ্যালে-হোলী ,
ধর্ম-কর্ম আড়ম্বর, ঈশ্বর আরাধনা -
কবি হবেন তৎপর, লেখা ও জানা ।
সমাজ যদি সুপথে- সুষ্ঠু না চলে -
কবির সময় শ্রম সুখ ত্যাগে -
তাঁর কি বা জোটে ভাগ্যে ?
প্রার্থনা , কবির শ্রম না যায় জলে ।
(০৬-০১-২০২৫)