এত বড় কালের যুদ্ধ ঘটনা
যুদ্ধ নিয়ে মারকাট খেলা !
তা’ আবার অনেক দেশ মিলে
মজে তারা খেলল মেলা ,
গেল রসাতল জান-মাল--ধন -
শিশু-নারীর কাল কবলিত -জীবন ,
হারালো পরাণ সহস্র কত জন ।

বোমা ফাটল -হাহুতাশে সময় কাটল
আজ জ্বল-জ্বল করে খল ,
তার রফা দফা, শেষ ফল ?
কে ঢেলেছিল হলাহল ?
অঙ্গুলি হেলনে ঐ মোড়ল !
তার ইশারায় চলে সবখেলা –
ঘোর অন্ধকারে- এখনো তার চেলা !!
সবে এখন মাপছে বসে লাভ- লোকসান -
সে দেবে না মূল্য, মনুষ্য জান ।

(২৭-১০-২০২৪)