কবি পরিচয় >  কবি, ফারহান নুর শান্ত , পাঁচমাস হল আসরে আছেন , ১২২ টি কাব্য প্রকাশ করেছেন । জন্মস্থান -ময়মনসিংহ ,বাংলাদেশ, বর্তমান নিবাস -ঢাকা । শিক্ষা – এম,এস,এস, পোলিটিকাল সায়েন্স । রোমান্টিক কবি ,ললিত কলায় পারদর্শী । মানবতাবাদী প্রায় কাব্য বিচার । দেশ সমাজ উত্থানে সজাগ- কবিমন ।

আমার মনঃমত কাব্য, “ধর্ম” নিয়ে কবির লেখা পেলাম । তার আলোচনার লোভ সংবরণ করতে না পারায় কিছু কথা লিখে দিলাম , যার সারমর্ম নিম্ন রূপ ----

আমাদের সচরাচর মনে গাথা, ধর্মটা সব সময় বড় , ব্যক্তি বা মানুষ নয় ! আবহমান কালের শিক্ষার চাপে ,এমনি দৃঢ় বিশ্বাস মনে গেঁথে গেছে । এমনি ভাবনা পোষণ করে যাঁরা আছেন- ,তাঁদের জন্য, কায়মনোবাক্যে কবি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, হে প্রভু ! "ওদের মানুষ করো।"মানে ওদের ভুলটি ভাঙাও ।
এই ধর্ম নিয়ে রেষারেষি ,সংঘাতিক ঝগড়াঝাটি দাঙ্গা-হত্যা "মানুষ মরে মানুষের হাতে"!
এখানে কবি অকাট্য সত্যের পরিচয় দিয়েছেন, মূর্খতাই এই সমস্ত সমস্যার কারণ । যতো অনৈতিক ঘটনা ঘটে, সবার মূলে মূর্খতা ! এর কারণে সমাজে-দেশে অশান্তির কারণ , মানুষে বিভেদ থাকে, দ্বন্দ্বও থাকে, তাই বলে ধর্ম নিয়ে পরস্পর অমিল কলহ কেন হবে ? , এর জন্য প্রতিবেশীকে উভয়ে হারাই । শান্তি -সৌহার্দ-সুখ নিঃস্ব হয়, দেশের প্রগতি রুদ্ধ হয় । এর পিছনে থাকে স্বার্থী কুচক্রীর দল ! যার দ্বারা দেশের অশান্তির মূল কারণ ! এই কারণকে সবে মিলে দূর করতেই হবে । প্রবুদ্ধ কবি এই তীব্র-জ্বলন্ত সমস্যার নিদানের আরো  উপায়ও বলেছেন , দৃট় মানবতার মনোভাবে অযাচিত ধর্ম কলহ আমাদের রুখতে হবে, তার জন্য প্রাণও যদি যায় যাক । আগে চরম সত্য বলেছেন, এই উগ্রবাদীদের না আছে ধর্ম ,না মানবতা ! সৃষ্টিকর্তাকে তারা মানে না, সমীহ করে না ! এ এক অনিবার্য শর্ত , এমন কি কালের বিচারে তারা একদিন নিজেরাই ক্ষয় হবে ।

শেষে কবি বলেছেন ----

"তোমার ধর্ম তুমি মানো,
আমার ধর্ম আমি
ধর্মের চেয়ে মানুষ বড়
মানুষ অনেক দামী ।"

উপসংহারে আমার বলা --বিলক্ষণ এক মানবতাবাদী মহাজ্ঞানীর কথা । এমতঃ জ্ঞানবোধ প্রাপ্তিতে অনেক দূরদর্শীতা- সাধনা লাগে । মানুষের মঙ্গল যাঁরা চায় তাঁরা সময়ে সত্য কথার দ্বারা চিরদিন সমাজকে আয়না দেখায় । এমনি বিচার মহানতার গুণে সমাজ আগে বাড়ে । কবি এখানে তারই ভবিষ্যৎ কার্যযোগ অনেক মননশীলতায়, পরিশ্রমে সময়কাল ধারার উপরে এক মানবতাবাদী শিক্ষণীয় ছন্দ কাব্য আসরে উপস্থাপনা করেছেন । যার প্রতিটি কথা আজিকার সময়ে অনেক মূল্যবান ,আশা করি অনেকে এ কাব্য পাঠে সহ-অস্তিত্ব ভাইচারার মূল্যে বিবেকবান হবেন । কবিকে সাধুবাদ ,সালাম জানাই ,আগেও মানব কল্যাণে কলম সচল থাকুক ।