কবি পরিচয় > কবি, মোঃ ইয়াসির আরাফাত ,৬-মাস কাল আসরে আচেন , ৩-টি কাব্য প্রকাশ করেছেন । শিক্ষা > রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ । জন্ম > ৫ এপ্রিল ২০০৪ রাজশাহী, বাংলাদেশ । বিচার > মানবতাবাদী ও স্বদেশ ভাবনা ।
তাঁর কাব্য, > "চেতনা একাত্তর" নিয়ে আলোচনা ।
পুরো কাব্যটা সাতটি ছোট ছোট স্তবকে বিভক্ত । ধারাবাহিক ভাবে সামনে রাথতে চেষ্টা করব ।
প্রথম দু’টিতে কবি জনতার প্রতি খেদ প্রকাশ করেছেন । আগে সুন্দর সব উপমায় বাস্তবতার নিরিখে গভীর ভাবনার দেশাত্মবোধের কথা কাব্য ।
"চেতনা একাত্তর!”
তার মহত্ত্ব গৌরব আমরণ কাল থাকবে এই দেশে- ধরণীতে, কিন্তু দুঃখ মনুষ্যত্ব ফেরে নি অভাগা দেশে । আশ্চর্য্য এতদিন পরেও সে মহান দেশভক্তি ভাবনা- সে চেতনা, প্রজন্ম থেকে প্রজন্ম তার পরিবর্তন হল না ! কোথাও যেন বাঁধা, যার জন্য এত রক্ত ক্ষয়েও শহীদ -তিনি মৃত্যু বরণ করেও সম্মানী শহীদ আজ কেঁদে ফেরে । তাঁর আত্মা- বলে , “কেন গেছিল যে যুদ্ধে।” যদিও সব সুখ ফেলে তাঁরা বীর বিক্রমে লড়াই করে , প্রাণ হারায় ।
সে দেশের জনতা দ্বারা আজ তাকে অবহেলিত দেথতে হয় !!
"চেতনা একাত্তর !
রবে প্রতিটি প্রাণে ,
নয় কেউ এর ঊর্ধ্বে ,
কেনই বা বিরুদ্ধে ?"
দেশভক্ত মানবতাবাদী কবি আশান্বিত "চেতনা একাত্তর ! ম্লানে- আম্লানে চিরদিন প্রতিটি দেশবাসীর ও দেশের বুকে স্থায়ী হয়ে রবে । এই বিজয়ের ঊর্ধ্বে কেহ নয় । কেহ হতেও পারে না ! আজ চারিদিকে যে স্বাধীন স্বাধীন ধ্বনি ভাসছে তার কিবা প্রয়োজন ?
সে সময় শহীদদের বীরত্ব পুরুষত্ব অটল ছিল , ছিল একই লক্ষ্য- কি করে স্বাধীনতা আনা যায় ।
একাত্তরে প্রচণ্ড প্রতিকূল বাঁধা ঠেলে বিকট পরিস্থিতির মধ্যে তারা বিজয় আনে । এই চেতনা শেখায় জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে একতা বদ্ধ হতে ।
এ চেতনা বোধ দেশকে জাগ্রত করে ,"ধর্ম-দল-মত নির্বিশেষে" ।
"চেতনা একাত্তর ! /দেশের তরে জীবন / জীবনের উদ্দেশ্যে।”
প্রতিটি দেশভক্ত মানুষের কামনটা কি ? দেশই ভালোবাসার সর্বোপরি স্থান ,তার জন্য এ জীবন , এটাই জীবনসার কর্তব্য ও উদ্দেশ্য ।
উপসর্গে আমার কথা , > এক সুন্দর শৈলীতে কাব্য উপস্থাপনা ,সরল ভাব ও ভাষা , সঠিক যতিচিহ্ন । মার্জিত, সুন্দর স্পষ্ট বক্তব্য । একজন দেশহিতৈষী মানবতা মূল্যের পরাকাষ্ঠা ,সময়ের বিদ্যতাপূর্ণ -বিচার , আমাকে মুগ্ধ করে ।
এত অল্পবয়সে নির্ভীক যুবক- তাঁর চিন্তন, দেশের গৌরব । সর্বদেশে সর্বকালে এমন কত আদর্শবাদী জন গড়ে ওঠেন, যাদের দ্বারা দেশ গৌরবান্বিত হয় । কবির কাব্যের কথাগুলো এ ঝঞ্ঝামুখর সময়ে- নির্ভয়ে
সঠিক নিজ মত ব্যক্ত করা, -সত্যি সাধুবাদের যোগ্য কথা । আমি হার্দিক সালাম জানাই ,আগে আরো যেন এরূপ কাব্য আসরে পাই ।