বিশ্বজুড়ে একটাই চলন-কাজ
সে কি করে পরবে মাথায় -
শক্তির সর্বশ্রেষ্ঠ সে তাজ !
শয়নে স্বপনে-জাগরণে সারে কূটমন্ত্রণা
ধুরন্ধরের মনোভাব এমনি জল্পনা ,
দু’মুখী কথা বলে, মেপে মেপে
তার সে ঘৃণিত কর্মে ফুলে ফেঁপে
ধরা যায় রসাতল ! অন্তরে বাড়ে যন্ত্রণা
দেখা কলুষ যুক্ত দৃশ্য ,--চতুর্দিকে ।

কথা-ভাবে, বোঝা দুষ্কর- নৈতিক আচরণ -
তার পরের ক্ষতিতে প্রতিজ্ঞাবদ্ধ মন ;
কূট চাল- কূট মন্ত্রণা, বিষের পেয়ালা ,
মোহে, একবার হলে তার ভক্ত -
পান করে, প্রেমরোগে হয় আশক্ত ;
তার সাঙ্গ করে সব জীবন-মরণ খেলা ।

(২৩-১০-২০২৪)