ভৌতিক দ্বন্দ্ববাদ, বিষয়টা কী ?
এ নিয়ে কেন আজ তোলপাড় দেখি ,
সমাজ সংস্কারে সামাজিক বৈজ্ঞানিক -
নানা কোণে দেখছেন প্রতিচ্ছবি ,
আবিষ্কারের মহড়া চলছে সর্বদিক ।
জ্ঞানীর জ্ঞানে যেন ভাবনা অধিক
মুফতে কিছু পেলে, নিয়ে সাঙ্গ-পাঙ্গ -
ফোটা ফুলে ধেয়ে আসে কীট পতঙ্গ ,
মধু খেয়ে হুল ফুটনো ফলে স্বাভাবিক ।
এ ধারা প্রকৃতির দান -
ভালোরে এক শ্রেণী করবেই ম্লান ,
তারা বলে, শোষণ ,দূষণ পরস্পর রণ -
যদি না থাকে ? বৃথা এ মনুষ্য জীবন !
মান্যতা ,এমনটাই নাকি, চায় বিধাতা -
ধর্মে, প্রমাণে ভরা ইতিহাসের পাতা ,
এ নিয়ে কাটল বর্বর সহস্র কাল –
সে মহান আবিষ্কার উজ্জ্বল সকাল
ভৌতিক দ্বন্দ্ববাদ দেখায় সুখের ভাল ।
বাঁধ ক এ ধারার প্রাচীর, স্বার্থী পুঁজিবাদ
তারা বিভেদ দ্বন্দ্বের তরে করে চাষাবাদ ;
মানুষের একটাই তো মন -
জৌলুস-পয়সা-চাকচিক্য ঘুরায় যখন তখন !
পরজীবীরা কেন ছাড়বে মুফতে ,জীবিকা ?
ভৌতিক দ্বন্দ্ববাদে চায়--প্রতিদ্বন্দ্বী থাকা -
আরো সাধ্য সাধনে এ নীতি করে ফাঁকা ।
যতদিন মানবে থাকবে মূর্খতার অহমিকা -
হবে না দৃঢ় এ নীতি, জনমানসে পাকা ।
(০২-১১-২০২৪)
ভৌতিক দ্বন্দ্ববাদ > Dialectical materialism