শক্ হুন দল- পাঠান মোগল
ইংরেজ, ফ্রান্স, পর্তুগীজ-ডাচ্
ভারতে সারে রঙ্গ লীলায়- নাচ ,
তবুও দেশে বেঁচে, সুখে সকল ।

সীমানা জুড়ে পাটা- শত্রুর তাবু ,
হিমালয়, সিন্ধু ,রক্ষায় হাবুডুবু ।
বহুবার পায় সবক, হয় না কাবু
দুষ্কৃতির মৃত্যুনেশা যায় না তবু ।

আজ শান্তিকামির মন উচাটন
বোঝে উপদ্রব, ভিতর ও বাহির
কারা-যে কারক ঘোর অশান্তির ,
করেন বিজ্ঞ অনুভবে অনুধাবন ।

শত্রুর বাঞ্ছা লুট কর, খাও-খাস্
সমূলে উপকারীর করো সর্বনাশ
কু-কর্মে, জি-ভরে, মিটায় আশ
কি অদ্ভূৎ চলন অধর্ম-বিশ্বাস ।

(ইং-১৫-০৩-২০২০)
*-সবক >  ধাক্কা খাওয়া, শিক্ষা পাওয়া ।
*-খাস্ > বিশেষ, মুখ্য ।
*-জি-ভরে > মন ভরে ।