বাঁচিতে চায়, অবুঝ কিশলয় -
পাতা মেলে আলোর আশায় ,
অজস্র অঘটন, জ্বালা সাথে -
ইশারায় অপারক সে জানাতে ।

বাঁধি- বেড়া, তার চারিধার -
যেন গবাধিপশু না খায় তার ,
জল- আলো- বাতাস- সার –
মাপ পরিমাণে, দানি আহার ।

তাকে ভালোবাসি অপরিমেয় ,
দূরে রাখি আপদ- শত্রু, কীটিয় ।
তবু ছিটে পড়ে, পাতায় পাতায় ,
সবুজ হয় হলুদবর্ণ-আভায় ।

অহরহ করি যত্ন,- হর সম্ভব -
দেখাই নামী ওঝা, বৈদ্য সব ,
দিন-দিন যায় আরো মুষড়ে -
বড়ো কষ্ট ! এ ভাবনা জুড়ে ।

অগত্যা পাই মালীর বিহিত ,
নীচে-মূলে, কীট আছে নিশ্চিত !
যার শুরুটাই, গন্ডগোল -
তার বাঁচা-বাড়া নয় সরল !!

(ইং-১৯-০৯-২০১৮)  
*-কাব্য সার-> সমাজ ব্যবস্থা নিয়ে কাব্য ।
এখানে, মূলে > সমাজের গভীরে-মূলে ।
ওঝা, বৈদ্য > বুদ্ধিজীবি ।
কীট  > অপনীতির দোষ ।