ভালরে যারা ভাল বলতে শেখে নি
তারাই সংসার উত্থানের সজাগ মাতব্বর,-
শেখা এটুকু মাত্র ! জাত ও ধর্ম সমাচার ।
হারালেই ভারসাম্য- মান
করে বসে অপঃকর্ম- নানা ,
না মানা হিতোপদেশ, ক্ষয়ক্ষতি শোনা
তার কাছে এ কাজ লাগে মহান !

অবুঝ ভাবনা
কখনো উল্টোও পরলে জামা
দোষ ধরি নি ,
কিন্তু তারা সভ্য যুগের জ্ঞানী
কি করে পায় ক্ষমা ?
তারা কালসাপ ! সমাজে ঢালে বিষ ,
হয়েও গুণে-জ্ঞানে জ্ঞানী আজ
দেয় বাহবা, দেখেও অপঃকাজ
বাডায় অসাধু ভাবনা, অহর্নিশ ।

(১৬-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।