এক সময় ছিল, বাংলা এক -
এখন দু’ই ; ভাষা এক ,
বদলায় মানচিত্র
ভাবনায় ভরে বৈচিত্র ;
ভয় হয় ! কেহ জানতে চায় মনোভাব
জানার পর ; পাল্টি খায় -
এ ধারায় তৃপ্তি পায় ; মুক্ত দায় ,
আভাস দেয়, প্রকৃত চরিত্র স্বভাব -
লাগে তাক , হই অবাক !
চিন্তার রেখা বাড়ে মাথে ,
প্রমাণ মিলছে হাতেনাতে
কমে যায় অভিবাদন, সুপ্রভাতে ।
মানবতা দূরিকরণ
দু’মুখী কথা, দু’আচরণ
হতে হয় সাবধান ! খুশী নয় কেউ ,
বিপদ-বিপদ ! দূরে রাখি উর্মি-ঢেউ ।
(০৯-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,