একটা কথা বলে বলে অপার !
তবু বলি তা’ নিয়ে বার-বার ,
খাসনে যেন ঘোল ।
দৈ খা ,তেতো খা ,ঝাল খা ,
খা, পেলে -অম্বল
তবু খাস নে ঘোল !
আবার বলিস, বাসিঘোল হজমে সহায়ক ,
কথাটা ঠিক ,তবে বাড়তে পারে কফ !
আমার কথাটা মাথায় তোলা হোক
তবু টনিক রূপে, খাসনে ঘোল ।
দেখলি না ? পড়শী ওরা ঘোল খেয়ে খেয়ে ,
কোর্ট-কাছারী নিয়ে--
অকাজে বাডা়লো গণ্ডগোল ;
শুনিস না ! উঠোন ভরে সে কি কান্নার রোল !
শোকের ছায়ায় রব ওঠে,
বল হরি ! হরিবোল !
বলছি আর খাসনে, সজাগে ঘোল ।
(২১-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,