সে বর্বর যুগের মান
সে যুগ কল্পনায় আঁতকে ওঠে পরাণ !
            মানবতার মহাক্ষয় ,
নারী শিশু পদে পদে পদদলিত হয় ।
           এলো কি আবার ফিরে ?
দেশে দেশে সে বর্বর ধারা দেখি সমাহারে ।
            এতদিনের সভ্যতার মান -
বর্বরতার চিহ্ন , মর্ত্য-জল-বায়ু-আশমান ।
             চেয়ে দেখ সমাজে ,
কি সব অসভ্যপনায় কত যে আছে মজে ;
            সদগুণ ধর্মকর্ম-উপাসনা -
সব ভুলে ধরে জীবনাচার ,অতি তুচ্ছপনা ।
            এক প্রাণী আছে শূকর !
পচাজল-কাদা ,দুর্গন্ধ, ভালোবাসাটি সুন্দর ।
            ব্যবহারিক কথা-বার্তায় ,
জীবনে অনেকে, বর্বরতার নজির দেখায় !

(২২-১০-২০২৪)