কাকে বুঝাও ? জীবন মর্ম !
তার যে গায়ে কুম্ভীরচর্ম ;
দিখাবটি , পরনে চটি -
ভেল্কি জানা অনন্যা !
স্বার্থ ধরা, কুটিল কন্যা ;
নকল জল ,ছল-ছল, আঁখি দু’টি ।
অভিনয় ! শূন্যকড়ি, বসত-বাটি ।

আগামী ভোটে দেখবে সবি
পায়তারা ধর্মে নব সঙে
পুনঃ বোধনে নতুন রঙে ,
দেশ গদিতে, ফিরবে কুমীর দেবী ।

ধরে মায়াকান্না ! করবে না কোন সে ভুল
ঘাসের গোড়া, মা-মাটি-মানুষ, তিনপাতা-ফুল ।
বাঁধবে বাংলার ঘরে ঘরে বাসা ,
আমরাই দেব কুমীরকে প্রেম- ভালোবাসা ।

(০৬-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
দিখাবটি > লোক দেখানো ।
সবি > এখানে সবাই অর্থে বলা ।
ঘাসের গোড়া > তৃণমূল ,

“শান্তির চাহিদ” সম্মানীয় লেখক কবি, নৃপেন্দ্র নাথ অধিকারী ,
তাঁর কাব্যে মুগ্ধ হয়ে, আজ এ কথাকয়টি তাঁর সম্মানে আসরে রাখা ।