কেন হয় মতে মতান্তর ?
কী সে বিরোধ গূঢ়জ্ঞানের অন্তর !
আবিষ্কার হয় নি এখনো সে যন্তর ,
মনে হয় আয়ত্তে না ভাবান্তর ।

যুগ-যন্ত্রণায় মথিত মানবকুল
জন্মাচ্ছে না মেধাবী গুণী নকুল ,
লক্ষ্যটা ,সবার সুখ ভোগ
পাশার চালে বাড়ে আরো দুর্ভোগ ।

সুখের আছে ভিন্ন ভিন্ন পথ
নিবারণে বেছে নেয় সবে ধর্ম মত ,
আজও পায় নি কোন সঠিক হদিস ,
অজানা সঙ্কায় হৃদয়-মন করে নিসপিস্ ।

যদিও জীবনে খাই উৎরাই- অগাধ ,
তবু একদিকে জীবন ভরা প্রণয় স্বাদ ।

(২৫-০৬-২০২৩)
নকুল > চতুর্থ পাণ্ডব মাদ্রীর পুত্র , শিব । খাই > গর্ত , খানাখন্দ । উৎরাই > চড়াই ।