সুখ-সংসার ত্যাগ করে ওঁরা মনুষ্য জন্য মাতে ,
বিষাক্ত কন্টক বাছতে থাকে, রক্ত মাথা হাতে ;
পাথর কেটে পথ করে যায় সুগম -
না খেয়ে, অনাহারে, চষে অনুর্বর ভূঁই ,
তাঁদের দান মান্য কৈ ! হই যেন এক অধম ।

ভুষি ভরা মাথা ,অশুভ যত, শিক্ষার অপচয় ,
আগামী দিন কেমন যাবে , হবে কি সুখময় ?
আপাততঃ মধুর- এ জীবনে তুষ্ট
তাঁদের নাম ভাঙিয়ে খেয়ে-খেয়ে হৃষ্টপুষ্ট ।

পথে একটু হোঁচট খেলেই বলতে থাকি
পাপী নিকৃষ্টের এ কাজ ,
সারাটি জীবন এ ভাবনা পুষে
আজ ধরার বুকে সাজ ।

দু’হাত পেতে খুব নেই উপকার
ভাবি না কোন দায়- ঋণ -
একটু অসুবিধায় গলা ফেঁড়ে
দেই ইচ্ছে মত  গাল, সারাটা দিন ।
এ জনমের এ যদি হয়, এমনি প্রতিদান -
জন-মঙ্গলে কে বা দেবে, আগে অমূল্য পরাণ !

(২৯-১২-২০২৪)