চতুর মশগুল, কল কাঠি নাড়ায়
চাই নাম-তার ইতিহাসের পাতায় ,
কর্মে লোক উত্থানে কি বা দরকার ;
কঠিন কাজ, এতে রুচি না তার ।
মিথ্যা বুলি ভালবাসা, যখন ছলাচার –
আশার গুড়ে বালি পথ ধরা তামাশার ।
আছে হাজার বছরের রোমাঞ্চ আস্থায় ,
ধর্মমন্ত্রে, প্রজাকে সহজে বুঝানো যায় ।
জনতা সহিষ্ণু , এ ধারা ধরে কাজে -
কেন না ধর্মের সে সুস্সুড়ির মাঝে -
মাতিয়ে তোলা যায় এ দিক-ধারায় !
ভুখা পেট ,আর তার না অন্ন চিন্তা -
কঠিন দুঃখে তারা হোক না হেনস্তা ,
এ সুবর্ণ সুযোগ ধরে ,পাশার চাল -
নাম উজ্জ্বল আর গৃহ হয় মালামাল ।
বড় কার্যকারী আজিকার এ শিক্ষা
মানুক না জনতা পর দুয়ারে ভিক্ষা !
(০৪-০১-২০২৫)