সভ্য যুগে, ষাঁড় কি হল কম ?
না ! আরো বেড়েছে রাবণ ,
খোলামেলা যেন যাঁড়-ধরণ
কলিতে ষাঁড়ে নিচ্ছে নব দম ।

ষাঁড় ! গায়ে অসীম জোর
সে মানে না বর্ষা -ভাদ্দর ,
খোলা পেয়ে উন্মুক্ত দোর -
বাদ রাখে না হাঁড়ির খবর ;
ষাঁড়ের গুঁতো, বাড়ে ক্ষত
জল ধারা চোখে অবিরত ।

ষাঁড়েরা মেতে অন্যায় খেলায়
জীবন কাটে অসহ্য জ্বালায় ,
ষাঁড় দেয় না ভিক্ষা প্রাণ-জল
জানিও, বাস্তব এটাই ধরাতল !!

(১৫-০১-২০২৪)