মানুষ চাইলে এ পৃথিবী হাজারবার ধ্বংস করতে পারে !
তার জন্য সব ধ্বংস উপাদান মজুত এ সংসারে ।
একটি বোতাম টেপার অপেক্ষা
সবার হবে মৃত্যু ,কেহ পাবে না ক্ষমা ,
ঈশ্বরও তার ভক্তকে করতে পরবে না রক্ষা !
গড়তে এ পৃথিবী লক্ষসাল সময় লাগে -
এক পলকে ধ্বংস করতে পারে জ্ঞানী-পাগলে ,
এখন প্রশ্ন , বিশ্ব কি পাগলের কারখানা ?
কেন ? এ যুদ্ধ ! মাথায় করে আনাগোনা ।
কেহ ভাবে সবার মৃত্যু ! আমারও মরণ ভাল ,
এ কাপুরুষের লক্ষণ , মনটা ভীষণ কালো !
সর্বজ্ঞানে সে বোদ্ধা প্রবুদ্ধ জন -
কি নেশায় ভরা তার- এক যোদ্ধা মন ?
কক্ষনো নিজেরে সে ভালোবাসে না
কুশিক্ষার মহা শিকার সাথে অশুভ ভাবনা ।
(২১-১০-২০২৪)