আমার কথা
ধাবমান সমাজের বুকে অহরহ কতনা ঘটনা ঘটে , ন্যায় অন্যায় মিলিয়ে ভরা ৷ তার মধ্যে আন্যায় যখন বেশী মাথা তুলে দাঁড়ায় ! তখন প্রতিবাদ করিতে ইচ্ছে জাগে , আমার মুখ্য উদ্দেশ্য তাই ৷ প্রতিটি কবিতার মধ্যে একই ধারায় কিছু সমাজের অহিত বিষয়ে ইঙ্গিত করা হয়েছে এবং সাধ্যাতীত প্রতিকারের দিকটা বলার চেষ্টা করা হয়েছে ৷ কতটা ঠিক তাহা শ্রদ্ধেয়- সুধী, পাঠক ঠিক করিবেন ৷ আমার এখানে শুধু একটু হৈ-চৈ করাটা মাত্র ৷ আমার প্রথম কাব্য গ্রন্থ, কবিতা মালা- ভাগ-১ , প্রথম বৈশাখ, বঙ্গাব্দ- ১৪২৪- (ইং-২০১৭)-তে প্রকাশিত হয় ৷ এখানে ৭৪-টি কবিতা দেওয়া আছে ৷
এখন বঙ্গাব্দ-১৪২৪, ১০-ই শ্রাবণ, (ইং-২০১৭)-তে আমার কাব্য গ্রন্থ , কবিতা মালা-ভাগ-২ , প্রকাশিত হ’ল ৷ সমস্ত প্রবুদ্ধ জনে মিনতি, ভুল ত্রুটি হলে নিজ গুণে মাপ করে দেবেন ৷ সকলের প্রতি শুভেচ্ছা,শুভকামনা, রহিল ৷ ধন্যবাদ ৷
নিবেদক- গোপাল চন্দ্র সরকার ৷
পচা শামুক
---------------------------
পচা শামুকে পা কাটে ,
তুচ্ছ ভাবা, জমিতে মাঠে ;
অকেজো কাজে জানি তা বটে
বিপদ ভাবিনা তাহাতে মোটে ৷
নিছক কাজেও আসে না চিন্তায়
পচা বিষয়টা জড়াই না মাথায় ,
কী-ই বা করিবে শামুকটি সেথায়
পচে রয়েছে জড়িয়ে কাদায় !
চিন্তা শূন্য গতি বাড়াই
কখনো হয়তো পথে মাড়াই ,
কিছুই হবে না-ফকিরে ঝাড়াই ;
সত্য মেনে বিপদ তাড়াই ৷
উল্টো বিপাকে করে হাঁসফাস
অনেকের ওঠে এতে নাভিশ্বাস ,
আক্ষেপ রোগের মেলে আভাস
সড়ন-পচন দেহে বসবাস ৷
কপালে মেলে হা-হুতাশ ;
তুচ্ছের ত্যেজে না করে বিশ্বাস
অপলক চোখে চাউনি হতাশ ,
মাথায় পড়ে ভেঙে আকাশ !
সমাজের বুকে এমনি ধারায়
তুচ্ছ বিষয়ে প্রাণ যে হারায় ,
পচা শামুকটি ভাবেনি ঠকায়
মহাবিপদ ডেকে আনায় ৷
ক্ষুদ্রতম ও ওৎ পেতে
ধ্বংস কাজে আছে মেতে ,
সজগ মগজে মন্থন যাতে
সময় থাকিতে উপায় নিতে ৷
উপর নীচে আশে-পাশে
চলা হাঁটা দাঁড়িয়ে বসে ,
চাক্ষুস দেখিয়া চলা প্রকাশে
অঘটন যেন নিকট না আসে ৷
তুচ্ছতরকে না ভাবা নগন্য
দুষ্কৃতি সাথীর এরাই সৈন্য ,
কু-কর্মে আবার মহা মান্য ;
ভাবনায় ধরে না এসবের জন্য ৷
যেমন পচা পড়ে শামুক
অকেজো না ভাবা অমুক-তমুক ,
সারা বিষয়ে জড়িয়ে মুলুক
সুযোগ ঘটায় অশুভ শলুক ৷
সুবিধা বুঝে খোলে যে মুখ
এরাই ধ্বংসে সকল সুখ ,
জ্বালায় জ্বালাবে মরণ দুখ্ ,
অকেজো না ভাবা পচা শামুক !
(ইং-২২.০২.২০১৬-সোমবার)
পচা শামুক অর্থ,- সমাজের যে
কোন ক্ষুদ্রতম ক্ষতির কারক ৷
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.