বেপটরি মন,----চল্ -
সমাজে খুঁজে ফিরি খল্ ,
ধরি মাছ , ছুঁই না জল ;
স্বেচ্ছায়—চালায় দেই হাত -
বিষের জ্বালায় ! যায় বুঝি জাত ,
চোখে ঝরে পানি
যায় না তবু মাতলামী -
না শিক্ষা, টেনেও ঘানি ।

বন্ধুর হয় সত্যের পথ, বাঁধা-ধকল
সে পথে চলায় অক্ষম, পা যেন অচল ,
না কোন জীবন সম্বল
চিন্তা ভোঁতা- না সচল ,
কিসে যে মানুষ হয় সফল ?
নাই হদিস -জানা, সেসব -কল ,
আরো জানি না , বাস্তব ধরাতল ।

(০৫-১০-২০২৪)
বেপটরি   > পটরি ছাড়া , বেপথে গমন ।