পাঁচে পড়েছে নাতিটি আমার
জন্মদিনে ধরেছে বায়না ,
দিতে হবে এক ঊড়়োজাহাজ
মনোমত এমনি খেলনা ।

কাকু পাঠায় উপহারে রোবট
ফল হল না তায় ;
নাতির কান্না থামতে চায় না
এতে কি চড়া যায় ?

খেলনা উপহারে ঢাকা পড়েছে
নাতিটি কেঁদেই যায়-
নাতি বলে, মিঠু কাকার ঘরে
কেমনে যাব সেথায় ?

গাড়ী চালিয়ে আসতে দেবে না ?
পথটি নাকি দূর -
উড়োজাহাজে চললে পরে
পথে হয় না ঘুর ।
(১৩-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।

(১২-০৯-২০২৪ নাতির জন্মদিনে সে চায় মিঠু কাকু যেন তার জন্মদিনে আসে, তাই উড়োজাহাজ চাই । কাকা ভারতে নাতি কানাডায় ।)