ভাগ্যক্রমে , ধূর্ত শিয়াল -
রাজসিংহাসনে বসে ,
সব চোরকে ভালোবেসে
সে হতে চায় মালামাল ।

করে আদেশ জারি -
সুযোগ,--সিংহ বন ছাড়া
ছুঁচো, ইঁদুর ,বেজী ,
গর্তে ভরো সম্পদ রাজি ;
ঠেসে-ঠেসে ভরো ঘড়া ।

সুবর্ণকাল , শান্ত বন -
খুব খাও মনের মতন ,
লুটের সময় স্বর্ণযুগ -
বিদেশে পাচার কর- খুব ।

মিষ্টি-মিষ্টি আওয়াজ তুলে -
বন ধ্বংসে লাগো- সমূলে ;
মাথায় রেখ এ ভাবনা
সুযোগ বার-বার আসে না ।

(২০-১২-২০২৪)
রাজি > সমূহ , সকল ।