এক, দু’মাস ; বছর নয় ?
হাজার হাজার বছর ধরে -
এই সংসারে, ঘরে- ঘরে ,
সর্বত্র ধর্মকে মান্য করা হয় ।
কেহ পূজা করে, ধরে সাকার -
কেহ বা আরাধনায় নিরাকার ,
একশ্রেণী এ- দু’প্রথার মাঝে -
হিংসার আলোক পায় খুঁজে ।
তাই তো যতো অঘটন ,
আসলে, তারা ধর্ম মানে না -
মনে ধরে শোষণ চেতনা ,
আরো তাল, ব্যাপক জনগণ ।
নিজে ভাল তো জগৎ ভাল
এ শিক্ষা কক্ষনো পায় নাই ,
অথচ ধর্মে বড় পণ্ডিত মশাই ;
একে অপরকে ভাবে কালো ।
না থাকুক অন্ন-জল-বস্ত্র ,
স্বার্থীর লড়াতে ধর্মটা অস্ত্র ;
ধর্ম নিয়ে হিংসায় মাতাল -
লজ্জিত সে পশু, - দাঁতাল !
(২৮-০২-২০২৫)