সর্বকালে সর্ব আবহাওয়ায়
স্বার্থীরা সহজে উৎরে যায় ;
চালাক চতুর বংশজাত
ধূর্ততায় মজবুত আঁত ;
হলেও দেশে বিপন্ন সময় -
শোষণ ঠগকাজে দিগ্বিজয় ।
দেখে নি দুঃখ গরীবতা
না ভাব পর সহিষ্ণতা ,
ভাবে ! এমনি দিন যাবে -
স্বার্থে, পাত ভরে খাবে ।
আগেও বেইমানীতে রাজ -
দুর্দিনে না ভিন্ স্বভাব সাজ ,
নিজে ডোবে অকালে জলে -
সঙ্গিসাথী সাথে টানে স্ববলে ।
(১২-০১-২০২৫)