চক্ষু চড়ক গাছ !
কী দেখে আশ্চর্য হ’লে আজ ?
য়ুক্রেন- গাজার যুদ্ধ ! ভূকম্প -ঝড় ?
কত কত বিদ্বেষে, বিতাড়িত- নিজঘর ,
রত আশ্চর্য চকিত ভাবনাটার পিছু -
না অন্য কিছু ?
হ্যাঁ, আছে সে বিনাশক গুণধর্মবোম
তাকে সায়েস্তা করতে পারে না যম ।
তারা সূক্ষ্মাতিসূক্ষ্ম কীট-জার্ম্স্
একবার তার খপ্পরে পড়লে
যেতে হয় বাপের নাম ভুলে
থাকে না বাঁচার কোন চান্স ।
যে কারণেই হোক
তারাই ধারক ও বাহক
সংসারে কঠিনতম রোগ-ব্যাধি ;
তারা পিছা ছাড়বে না- মরণাব্দি
চারিদিক অন্ধকার দেখতে পাই
আজ আব্দি গড়ে ওঠে নাই -
তার বিধ্বংসের কোন দাওয়াই !
শান্তিরে করতে ভস্ম !
তার চেয়েও আছে আশ্চর্য
তার মত হতে চায় - আসল
মানুষ ,স্বজ্ঞানে তাকে করে নকল ,
অকারণে মানুষ বাড়ায় ধর্মে সংঘর্ষ ।
(১৬-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।