বর্তমান সাক্ষাৎ জলজ্যান্ত উদাহরণ ,
কত ভিন্ন-ভিন্ন ভাবনা ভরা এই মন !
"ইসরাইল"! চলি তার দোষ ধরে -
ঘুরেফিরে সেই-অপগুণ নিজ ঘরে !
দেখা জাতি-জাতি, প্রতিহিংসার ,
এর মূলে, বর্বরতার কারণ সার ।
ছল ষড়যন্ত্রকারীর ফাঁদে পড়ে -
অসাড়, আমৃত্যু গোলামী করে ,
না বুঝে এ প্রতিহিংসার বীজ বোনে -
কুফল অন্যরা ভোগে মনে-প্রাণে ।
এর মত মূর্খামী এ যুগে আর হয় না ,
তাই কবির বাড়ায় চিন্তা- ভাবনা ;
এ মানবতার কথা ,লেখা, মূল্য পাবে -
যখন শুদ্ধজ্ঞান-বুদ্ধি উদিত হবে- ভবে ।
(২৬-১১-২০২৪)
কবি, এস এম কেরামত আলী ,তাঁর মনোজয়ী ,মানবতাবাদী কাব্যে,-(হিন্দু মুসলিম সবাই মানুষ, মিথ্যা বড়াই কিসে ?) মন্তব্য কালে ,আমার কিছু কথা, তাঁর সম্মানে আসরে প্রকাশ ।