সৃজনশীল প্রখর ,        নিষ্ঠা যার অপার ,
            সে যে মহান চিত্রকর ;
চিত্রপট শূন্য-সাদা,     তুলিয়া তুলী সদা-
           কত আঁকে রূপে মনোহর !

চিত্ত যার একমনা,     কল্পনার মুক্ত ভাবনা ,
            পায়, নব সৃষ্টির প্রকাশ ;
মানসপটে স্মৃতি রাখি,   মসীসহ আঁকি-আঁকি ,
            নব কায়া হয় যে বিকাশ ৷

তপস্যা, ধ্যান, ভক্তি,     নাভাবা সুলভ খ্যাতি ,
             কর্মবেশ করিয়া ধারণ ;
প্রতি ক্ষণে-ক্ষণ,          অসীম নব চিন্তন ,
            গড়ে চিত্র মনের মতন ৷

প্রবাহমান ঘটনা ,         চিত্রপটে ভরে নানা ,
            কৌতূহলিত তার যে মন ;
সহায় সাথী, প্রেরণা-      উৎস, তার সাধনা
            তার সম্বল ভাবাবেগ রতন ৷

গভীর হতে গভীর,        রাখিয়া চিত্ত সুস্থির ,
             একাগ্র মনে করে জল্পনা ;
নিরাকাররে সাকার,      কতনা আকার প্রকার ,
             বিচিত্র সৃষ্টি তার যে কল্পনা ৷

শিল্প সাধক চিত্রকর -       ভাবনা যার উদার ,
             সৃষ্টিরে সে স্বীকারে প্রিয়বন্ধু ;
একাগ্রতায় শিল্প নিয়ে ,    অহরহ সময় ক্ষয়ে ,  
             রূপে গড়ে, বিন্দুরে সে ইন্দু !

(ইং-০৮-০৯-২০১৭)