মধ্যরাতে উঠে বসি , অনিদ্রা- জাগরণ ,
অসহ্য জীবন, বাঁচার তরে সদা রণ ।
বুঝি ,জাগরণে আছে ঝুঁকি- প্রমাদ ,
তাই তো নেতা দেশ জাগরণে
পন্থা খোঁজেন নিরাপদ ।
সবাই থাক ঘুমে কাতর
কাজ করা লাগে না ,
কারণ ? ফঁন্দি-ছুঁতোর -।
স্বজাগরণে অনুভবি, দুরূহ কষ্ট ,
কার পড়েছে দায় আরামের সময় নষ্ঠ ?
বিতাড়নে দুঃখ-দারিদ্র্য, দুর্ভোগ
জেগে জেগে কেন নেতা পালবে রোগ ?
সুখে শুয়ে সময় কাটালে -
তাঁর কোন বিঘ্ন নাই এ কালে ।
সুখ পেলে কে ত্যাগে -সুখনিদ্রা-শয়ন ?
নেতার বাঞ্ছা আমরণ, এমনি পণ ।
(৩১--০৮-২০২৩)