বক, তাকে যতই বলা -
যাস না পুঁটিমাছের লোভে ?
ফাঁদ পাতা আছে -
বাঁচতে পারবি নে এ ভবে !
মানুষ তো বক নয় ?
তবু তাকে যদি বলা ,
কুকাজে জীবন ধ্বংস হয় ,
মেলা পিঠে পড়বে ঢেলা ।
নিষিদ্ধ পল্লী , ভাং-গাজা -
বারণে , উড়ে যাবে প্রাণ-
তার মতে মত না দিলে -
সংসারে নাই যে পরিত্রাণ ।
পুরোহিত, যে রাখেন হিত
তিনি বলেন, “প্রভু করায় -
এ সব চলবে সংসারে
ভরা যে তাঁর মায়ায়” !
(২২-১২-২০২৪)