সমগ্র দেশ জাগিছে, প্রচার মাধ্যমে
পুলক ভরা স্বরূপ জনগণের মরমে ,
নেতার নব ভেষ অভাবি জনে -
দান-দক্ষিনা আচরণ, ওদের শ্রীচরণে !
এ এক পরম্পরা সাধারণ ধারা -
ভোট জোগাড়ে অভিনয় ভরা ।

চারিদিকে ওৎ পেতে শত্রু
মস্তান ,বরকন্দাজ সবই ভরা আন্দাজ ,
ভয়ে ,নিঝুম রাত ,কারো না ঘটে মৃত্যু !
আসলে নেতা ক্ষমতায় -
কত কি অহিত ঘটায় টাকায় ;
অবহিত সকলে সে নেতার সাজ ।

অগত্যা ভবিতব্যে না কোন অন্তর ,
কাজ করে না ওঝা, বদ্যির মন্তর !

(১৮-০৩-২০২৪)