সহস্র সহস্র বছরের গোলামী
সামন্তিবাদের অধীনে জীবন সঁপা
সকল জনগণ- তুমিও আমি
হঠাৎ করে পেয়ে গণতন্ত্রের আঁচ
সহ্য হয় না নব ধাঁচ ,
দেখলে কদ বড় নেই তার নাম
বাস্তবে ক্ষমতাবানকেই করি প্রণাম ।

কত দেই ধর্ম-কর্মে মান
সর্বচিন্তা ভোটের আগে ভেবেই বসি
একদিন তো হব কাশী-বাসী ,
বৃথা কেন করা কোন্দল, গাই সুখে গান
সরল ছাপোষা কত দেবে দেশপ্রতি ধ্যান ।

রুধির-অস্থি-মজ্জায়
মানবে এ বিচারধারা কথা কয়
যতই করা বোধকে শক্তভিত্
শোষকের অঙ্ক গণিত
হবে না নড়ো-চড়ো
বজ্র আঁটুনী সে গেরো ।
সবারে মোহে এক যায়গায় করবে জড়ো ।

(২১-০৩-২০২৪)
কদ > শরীর