ভোটের আগে আলেয়ার আলো
চমকে, চারিধার দেখতে ভাল
কারণ, ভোটপ্রচারে চিত্ত হরণ ;
হাইজ্যাক্ , স্তিমিত সব বোধ -
ভাবনা এমনি ভরা যে অমোঘ ,
ডুবে রয় নেতার মন-অন্তঃকরণ ।

এত দিনে শুয়ে- গড়িয়ে
অবহেলায় কত সময় ক্ষয়ে ,
হঠাৎ করে আষাঢ়ের ভেক ডাক -
কত না সরলতায় বাপজন
স্বর্ণে, ঘর-সংসার ভরবে আঙ্গন ,
একপণ একধর্ম, দেখে হই অবাক !


সাফল্যের মাপকাঠি
সময়ে দিয়ে ফাঁকি ,
আজ, জয়-জয় চারিধার ;
শিবের বরযাত্রী,--- তুল্যে
ঢাক-ঢোলকে বরণ মাল্যে ,
একই রব ভরে নেতার !

(১৯-০৩-২০২৪)
স্বর্ণে > সোনার মত অঢেল সুখের ।