প্রতিটি ভোটকালে মনে একই বিচার
গড়বে সুন্দর দেশ , কত না আশার ,
মতের শক্তি দানিবে মনে রেখে ভক্তি -
মাঝপথে ঘোল খায়, শুনে প্রচার উক্তি ।
কোনটা ঠিক আর কোনটা বেঠিক
আজ যেন ভুলছি দিক ,
সৃজনে, দু’কোটি কর্মপদ প্রতিবছর ,
তারাই করে প্রচার ধর্মের খবর !
মানুষ কি করবে, নেতার মায়ায় -
চলে, বোধ-ভস্যি ভুলে এ বেলায় ;
আকাশের দেখা সব চাঁদতারা
বিচার, ফানুসের মত রংগিনে ধরা !
(২২-০৩-২০২৪)