বড় বিচিত্র এ কালধারা
নিয়ে মতি, চঞ্চল তারা ,
ভূত-প্রেত্-দত্যি-দানা
বুদ্ধিতে অতি সেয়ানা ।
অনিষ্টের মহা ছলবাজ
চায় সভ্য কুলে রাজ ।
আর কী কী জীবন লক্ষ্য ?
এ নিয়ে গবেষণা যোগ্য ,
ছলে ওরা বেশ চুপ থাকে
কালে অনিষ্ট আনে ডেকে ।
সৎ-সরল, জীবন ভরে
মিলেমিশে চলে আদরে -
হাজার খোঁচায় দেখা যায়
না দোষ, অসৎ ভাবনায় ।
আবার, অজানা সুখ তরে
শয়তান ছলে ডাকে তারে ,
বলে, “কর দলে ভারী
জীবনে যাস না হারি ।“
কুমন্ত্রণায় ভূতের সাফল্য
কমি থাকায় সুতীব্র জ্ঞানে
সতের সহমতি, মনঃকোণে ,
সরল পরে, পরে বিযমাল্য ।
(১৬-০১-২০২৫)
পরে > তারপরে ,পরবর্তি ।
পরে > মালা বা বস্ত্র পরা ।