যদি হয় নেশায় আনন্দ মেলা !
ভাল কথা ও কাজ বলা বৃথা আজ ,
কার জন্য ? কাকে বলা -
যার বোধজ্ঞান, জীবনটা করা হেলা ।
অতীতে ছিল অত্যাচারের আবহাওয়া
কাড়া হত পরের জমিজমা
ধর্মের দোহাই দিয়ে ,
টেনে, পর নারী-ছেলে-মেয়ে
ঐশ্বরিক হুকুক মেনে, পায় সফলতা ,
এ যুগে এ কর্ম ঘৃণিত নৃশংসতা ।
সে পাপ অন্যায়, করে এক জন -
কুফল ভোগ করে, সরল জনগণ ;
বিশ্বের কর্মকাণ্ডে দিলে মন
যেন মূল্যহীন এ জীবন ।
এমনটা নাকি কলির গণবেশ
এও ঐ ভুল ধর্মোপদেশ ,
আবার এমনি ভুলে কতোর মত
একদিন পাপ মোচনে আসবে কিয়ামত !
(২৭-১১-২০২৪)